বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিরা পাঠ করলেন স্বরচিত কবিতা। যার দোলায়িত ছন্দে বর্ণিত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ‘কবির কণ্ঠে কবিতা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। আর এ উদ্যোগের সহযোগিতায় ছিল বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ।
ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের ফেসবুক পেজ (www.facebook.com/IndiraGandhiCulturalCentre/) থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
আয়োজনের শুরুতেই নির্মেলেন্দু গুণ পাঠ করেন ‘আমি আজ কারো রক্ত চাইতে আসিনি’ কবিতাটি। এরপর শেখ হাফিজুর রহমান পাঠ করেন ‘স্বাধীনতা আমাদের’ কবিতাটি।
কামাল চৌধুরী পাঠ করেন ‘৩২ নম্বর সড়কের বাড়ি’, হাবীবুল্লাহ সিরাজী ‘আমি অপেক্ষা করছি’, আজিজুর রহমান আজিজ ‘যে পৃথিবীর তীরে’, নাজমুন নেসা পিয়ারি ‘তুমি সেই রাজকুমার’, মুহাম্মদ সামাদ ‘পিতা আজ আমাদের শাপমুক্তি’, মারুফুল ইসলাম ‘অমরত্বের অন্য নাম’, নাছিমা বেগম ‘বঙ্গবন্ধুকে জানো’, শেখ রবিউল হক ‘তবুও ডুঁকরে কাঁদে’, শ্যামসুন্দর সিকদার ‘যে সিঁড়িতে রক্তমাখা ঘুম ছিল’ পাঠ করেন।
কবি বিমল গুহ ‘একটি পোস্টার’, বুলবুল মহলানবীশ ‘বাংলার মুজিব ভাই’, কামরুল ইসলাম ‘আমি পিতার’, শাহীনুর রহমান ‘আমার বঙ্গবন্ধু’ ও আসাদুল্লাহ পাঠ করেন ‘মুজিবের খোঁজ’ কবিতা।