• নভেম্বর ২১, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

Sakaler Kagoj

The Most Popular News Portal

হরিপুরে বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধান কাটার হিরিক

নভে ১৭, ২০২৪
হরিপুরে বিস্তৃতণ মাঠজুড়ে আমন ধান কাটার হিরিক

সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও:
বাংলাদেশ কৃষি প্রধান দেশ, অধিকাংশ কৃষকের আয়ের এবং জীবন ও জীবিকার উৎস ধান। আর এই ধান চাষে দেশের উওর অঞ্চল ঠাকুরগাঁও জেলা বিখ্যাত। এরই মাঝে সোনালি ধানে ভরে গেছে সারা মাঠ কৃষক কৃষনীও কর্মব্যস্ত হয়ে ছুটছে নিজের ধান কেটে ঘরে তুলে আনার জন্য। কেউবা আবার মানুষের বর্গা জমিতে কাজ করছে দিনমজুর হিসেবে। হরিপুর উপজেলার বিভিন্ন মাঠ পরিদর্শন কালে দেখা যায় বিস্তৃতৃন মাঠ জুড়ে আমন ধান কাটার ধুম, কৃষক মোঃমেহের হোসেন (৪০)জানান আমি ৩বিঘা আমন ধান মানুষের জমি বর্গা নিয়ে লাগিয়েছি, এবছর আবহাওয়া অনুকূল ভালো থাকায় এবং পোকা মাকড়ের আক্রমণ কম থাকায় ধান ভালো হয়েছে, আমি আশা বাদি বিঘা প্রতি ১৫-২০মণ ধান এবার পাব। একই এলাকা দিনমজুর আবু কালাম(৩৫) জানান ;আমি আমন ধান কেটে দিনে ৪০০-৫০০ টাকা আয় করছি, কাজের অনেক চাপ সবাই ব্যস্ত ধান কাটায়, কৃষক জহর আলী (৫০)জানান আমি ৪বিঘা আমন লাগিয়েছি এরি মধ্যে সব ধান কাটা শেষ এবার ঘরে তুলার পালা, গত বছরের তুলনায় এবছর ধানের ফলন ভালো হবে বলে তিনি আশাবাদী।আশা করছি দামও ভালো যাবে এবার। জেলায় এবার রোপা আমনের আবাদ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এরমধ্যে আগাম জাতের আছে ১৫ হাজার হেক্টর জমি। কৃষক মোহাম্মদ আলী জানান নতুন আমনের চাল থেকে এই শীতে তৈরি হবে বিভিন্ন ধরনের পিঠা পুলি, আর এই পিঠাপুলির মৌ মৌ গন্ধে ভরে উঠবে গ্রামীন জনপদ।তাই ধান পাকার সাথে সাথে সবাই ধান কাটতে ব্যস্ত সময় পার করছে।