• নভেম্বর ২১, ২০২৪ ১২:৪০ অপরাহ্ণ

Sakaler Kagoj

The Most Popular News Portal

রংপুর বিএসটিআই’র অভিযান

মার্চ ২, ২০২৩

রংপুর বিএসটিআই এর নিয়মিত অভিযান হিসেবে বৃহস্পতিবার মোঃ ফরহাদ হোসেন (৩০), পিতা: মোঃ ফজলুল হক, মাতাঃ মোছাঃ পিয়ারা বেগম, স্বত্তাধিকারী মেসার্স এফ এইচ পি এগ্রো ফুডস্ লিমিটেড মিলেরপাড়, মমিনপুর, সদর, রংপুর কর্তৃক উৎপাদিত ও প্যাকেজাতকৃত সয়াবিন তেল (ব্রান্ড: মেজবান, ঠিকানা : কল্যানীহাট, বীরগঞ্জ, দিনাজপুর), মুড়ি ((ব্রান্ডঃ আকিজ এসেনসিয়াল), লাচ্ছা সেমাই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া (ব্রান্ডঃ মৈত্রী, লামহা) এর বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে উৎপাদন ও বাজারজাত করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ১৫ ও ২১ ধারায় বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালত, রংপুর এ নিয়মতি মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং CR-৩৯/২৩।
খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে রংপুর জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। সার্ভিল্যান্স পরিচালনাকালে (১) মেসার্স রংপুর ব্রিকস এন্ড ব্লকস, হাজিরহাট, সদর, রংপুর (২) মেসার্স এম ইউ বি ব্রিকস-২, হাজিরহাট, সদর, রংপুর, (৩) মেসার্স এস বি এম ব্রিকস, ইকরচালী, তারাগঞ্জ, রংপুর (৪) মেসার্স আল মদিনা ব্রিকস, মুশরুত ধুলিয়া, সৈয়দপুর, নীলফামারী (৫) মেসার্স এন এস বি ব্রিকস, মুশরুত ধুলিয়া, সৈয়দপুর, নীলফামারী (৭) মেসার্স টি বি এল ব্রিকস, খিয়ার জুম্মা, তারাগঞ্জ, রংপুর এর ৬টি ইট ভাটা পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। উক্ত অভিযান বিএসটিআই বিভাগীয় অফিসের অফিস প্রধান জনাব মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), প্রকৌশলী মোঃ মেসবাহ-উল-হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।