• এপ্রিল ২৮, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

ঠাকুরগাঁও-এ বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযানে ২টি সয়াবিন তেলের কারখানা সীলগালা

মার্চ ১, ২০২৩

খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বুধবার বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর-এর উদ্যোগে ঠাকুরগাঁও জেলা সদরে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
এ সমময় মেসার্স মিনহাজ এন্টারপ্রাইজের সায়েম এবং শাপলা ব্রান্ডে সয়াবিন তেল ও পাম অয়েল পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধ ভাবে বিএসটিআই-এর লোগো ব্যবহার করে পণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়-বিতরণ এবং মেসার্স তিন বোন এন্টারপ্রাইজের স্বচ্ছ ব্রান্ডে সয়াবিন তেল পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে বিএসটিআই-এর লোগো ব্যবহার করে পণ্যের উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩৮ ধারায় পরিদর্শনকারী কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ মেসবাহ-উল-হাসান প্রতিষ্ঠান ২টি সীলগালা করেন এবং প্রতিষ্ঠান ২টির মালিক মোঃ মোয়াজ্জেম হোসেন (৩৫) এবং (মোঃ মুহিবুর রহমান রফিক (৩৫) এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য জব্দ তালিকা ও নমুনা জব্দ করেছেন।
এছাড়াও মেসার্স ঠাকুরগাঁও সুগার মিলকে বকেয়া বিল এর তাগাদা প্রদান করা হয়েছে, ও মেসার্স রিক সয়াবিন তেল প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করে কোন আলামত পাওয়া যায়নি, মেসার্স মিমি বেকারী, তষ্ঠানটির কারখানা পরিদর্শন করে বিস্কুট ও হোয়াইট ব্রেড পণ্যের লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
উক্ত অভিযানে সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে প্রকৌশলী মোঃ মেসবাহ উল হাসান ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান অংশগ্রহণ করেন।
জনস্বার্থে বিএসটিআই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।