• এপ্রিল ২৬, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

নীতিমালা

  • Home
  • নীতিমালা

পাঠকই আমাদের শক্তির উৎস ও প্রেরণা এ শ্লোগানকে সামনে নিয়ে নতুন ভাবে এখন চালু হয়েছে দৈনিক সকালের কাগজ অনলাইন নিউজ পোর্টাল www.sakalerkagoj.com। আপনিও হতে পারেন আমাদের প্রতিদিনের চলার পথে নিত্যসঙ্গী। আমাদের এ পোর্টালে আপনিও লিখতে পারেন- মতামত,প্রতিক্রিয়া, কলাম এবং বিশেষ প্রতিবেদন। লেখার সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট ছবি পাঠাবেন। আপনার ই-মেইল ও মোবাইল ফোন নম্বর অবশ্যই থাকতে হবে।

ছবি পাঠানোর নিয়ম: আপনার আশ-পাশে সম্প্রতি ঘটে যাওয়া বিশেষ আশ্চর্যজনক ঘটনা বা যে কোন বিষয়ের উপর মোবাইল ফোন বা ক্যামেরার ধারণকৃত ছবি ও ভিডিও পাঠাতে পারেন। ভিডিওটি কোন ক্রমেই সর্বোচ্চ ১ মিনিটের বেশি হবে না। ছবির সাথে পূর্ণ বিবরণসহ দিবেন। ছবির সাথে অবশ্যই তারিখ ও স্থান উল্লেখ থাকতে হবে। আপনার ই-মেইল ও মোবাইল ফোন নম্বর অবশ্যই থাকতে হবে।

আপনার পাঠানো ছবি ও লেখা যদি আমাদের  সম্পাদকীয় নীতিমালার মধ্যে পড়ে তাহলে আমরা অবশ্যই আপনার লেখা ও ছবি আমাদের পোর্টালে প্রকাশ করবো। মতামত ও ছবি পাঠাতে পারেন এই ঠিকানায়- info@sakalerkagoj.com

সকালের কাগজ নীতিমালা:

  • মন্তব্যে শালীনতা বজায় রাখুন। সমালোচনা করবেন, কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন বা অশোভন শব্দ ব্যবহার করবেন না।
  • বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিকভাবে অশালীন বা কূরুচিপূর্ণ বলে বিবেচিত হয় এমনভাবে কোনো মন্তব্য বা প্রশ্ন উপস্থাপন করবেন না ।
  • কোন ভাবেই ইংরেজি অক্ষরে বাংলা লেখা কোনো মন্তব্য করা যাবে না।
  • বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করতে পারে, এমন কোনো মন্তব্য বা প্রশ্ন করা থেকে বিরত থাকুন।
  • আপনার কোনো লেখায় আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘন করবেন না।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ কোনো কিছু লেখা যাবে না।
  • ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, এমন মন্তব্য বা প্রশ্ন করবেন না।
  • নারী ও শিশুদের হেয় প্রতিপন্ন করে এমন মন্তব্য বা প্রশ্ন করবেন না। কোনো লেখায় কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে নিন্দা করে অযথা অপ্রাসঙ্গিক কোন বিষয় টেনে আনবেন না।
  • কোনো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি, আচার, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস কিংবা ভাষাকে অবমাননা করে লেখায় এমন কোনো মন্তব্য বা প্রশ্ন করবেন না।
  • মন্তব্য বা প্রশ্নে ব্যক্তিগত বিজ্ঞাপন দেওয়া বা প্রচারণা করা থেকে বিরত থাকুন।
  • যেকোনো মন্তব্য ও প্রশ্ন সম্পাদনার এবং প্রকাশ করা ও না করার পূর্ণ অধিকার সকালের কাগজ সংরক্ষণ করে।
  • সকালের কাগজ এই নীতিমালা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।