• নভেম্বর ২১, ২০২৪ ১২:৫৭ অপরাহ্ণ

Sakaler Kagoj

The Most Popular News Portal

বিজ্ঞাপন

  • Home
  • বিজ্ঞাপন

বিজ্ঞাপন নীতিমালা:

১. যেকোনো বিজ্ঞাপন ছাপানো অথবা বন্ধ করার অথবা বিশেষ বা জরুরি কারণে এক দিন আগে-পরে প্রকাশের ব্যাপারে সকালের কাগজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
২. বিজ্ঞাপনের বিষয়বস্তু অবশ্যই তিন দিন আগে সকালের কাগজের কার্যালয়ে পৌঁছাতে হবে।
৩. প্রতিটি বিজ্ঞাপন ছাপানোর জন্য অবশ্যই ছাপানোর কার্যাদেশ (ইনসারশন অর্ডার) দিতে হবে।
৪. প্রতিটি বিজ্ঞাপন নির্দিষ্ট মূল্যপ্রাপ্তির পরই বিজ্ঞাপন ছাপানো হয়।
৫. ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে আমরা বিজ্ঞাপন বুকিং নিয়ে থাকি।
৬. কোনো বিজ্ঞাপন বাতিল করার সর্বনিম্ন সময় হচ্ছে ১ (এক) দিন।

আপত্তিকর বিজ্ঞাপন আসলে কী করবেন:

সকালের কাগজ ডট কম সাইটে প্রকাশিত সব বিজ্ঞাপন গুগলের ডবল ক্লিকের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। গুগল তার নীতিমালা অনুযায়ী কখনো সমাজের পক্ষে ক্ষতিকর যেমন তামাক, মাদক, মদ বা আপত্তিকর সাইটের বিজ্ঞাপন প্রকাশ করে না। তারপরেও আপনার পার্সোনাল কম্পিউটার (পিসি) বা ল্যাপটপে সকালের কাগজ কোনো সাইট দেখার সময় এ ধরনের বিজ্ঞাপন দেখা গেলে আপনি কম্পিউটারের ক্যাশ / কুকি / হিস্ট্রি ক্লিয়ার করুন। আশা করা যায়, এ সমস্যা থাকবে না। আর সমস্যা অব্যাহত থাকলে আপনার ব্যবহৃত কম্পিউটারটি ভালো কোনো টেকনিশিয়ানকে দেখান।

‘দৈনিক সকালের কাগজ’  ছাপা কাগজে, অনলাইন সংস্করণে, ইপেপারে বা মোবাইল অ্যাপসে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন:

যোগাযোগের ঠিকানা

সম্পাদক
দৈনিক সকালের কাগজ
কলেজ রোড, কুড়িগ্রাম।
মোবাইল: 01712546356
ই-মেইল: info@sakalerkagoj.com