স্টাফ রিপোর্টার:
সরকারি ছুটি না থাকলেও কুড়িগ্রামের চিলমারীতে এক সরকারি দপ্তরে পতাকা উত্তোলন করা হয় নি বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের চিলমারী উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তার কার্যালয়ে।
পতাকা ওঠানো হয়নি এমন অভিযোগের ভিত্তিতে রবিবার (২০ আগস্ট) সকাল ১১: ৪০ মিনিটে স্থানীয়রাসহ সাংবাদিকরা ওই দপ্তরে গিয়ে দেখতে পান পতাকা লাগানোর বাঁশের দন্ড দাঁড়িয়ে থাকলেও তাতে পতাকা উত্তোলন করা হয় নি। বাংলাদেশের পতাকাবিধি অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কার্যদিবসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। এ ছাড়াও নির্দিষ্ট জাতীয় দিবস ছাড়া সরকারি ছুটির দিনে সরকারি কিংবা বেসরকারি অফিসে জাতীয় পতাকা টানানো যাবে না।
সংশ্লিষ্ট দপ্তরে পতাকা উত্তোলন না করা সম্পর্কে জানতে উপজেলা বন কর্মকর্তা ইকবাল হোসাইন এর সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু বেলা ১১.৪৫টা পর্যন্ত তাকে দপ্তরে পাওয়া যায়নি। পরে ওই কর্মকর্তার মোবাইল নম্বরে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে মোবাইলে যোগাযোগ করা হয় জেলা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ এর সাথে। তিনি বলেন, আজ তো অফিস বন্ধ না। তবে কেন পতাকা উত্তোলন করা হয় নি সে বিয়য়ে আমি খোঁজ নিচ্ছি।