• নভেম্বর ২১, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

Sakaler Kagoj

The Most Popular News Portal

সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল 

সেপ্টে ৭, ২০২২

রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। এ সময় দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করা হয়।
 বুধবার বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে কুমারশীল মোড়ে গিয়ে আবার ফিরে আসে। পরে প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায়  সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। অন্যান্যের  মাঝে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন শাহীন,সাংবাদিক  ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুকুর রহমান হৃদয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়।
এসময় সংহতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পীযুষ কান্তি আচার্য,সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা,সাবেক সাধারণ সম্পাদক কাউসার এমরান,সাবেক সহসভাপতি সৈয়দ মো.আকরাম,সিনিয়র সাংবাদিক আশিকুল ইসলাম,শিহাবউদ্দিন বিপু,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহজাহান সাজু,পাঠাগার সম্পাদক এইচ এম সিরাজ,সাংবাদিক ইউনিয়ন যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ,অর্থ সম্পাদক আজিজুল আলম সঞ্চয়,কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান।