• নভেম্বর ২১, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ

Sakaler Kagoj

The Most Popular News Portal

বড় স্কোর গড়ে চেন্নাইকে হারালো রাজস্থান

সেপ্টে ২৩, ২০২০

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছে বিশ্বের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেটের আসর আইপিএল। উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শুরু করেছিলো এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংস। তবে দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেতে হলো তাদের। রাজস্থান রয়্যালসের কাছে ১৬ রানে হেরে গেছে চেন্নাই।

ফলে জয় দিয়ে এবারের আইপিএলে যাত্রা শুরু করলো স্টিভেন স্মিথের দল রাজস্থান রয়্যালস।

এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক ধোনি। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক স্টিভেন স্মিথ ও স্যামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১৬ রানের বড় স্কোর গড়ে রয়্যালস। স্মিথ করেন ৪৭ বলে ৬৯ রান। স্যামসন ৩২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন। র‌য়্যালস নির্ধারিত ২০ ওভারে ৭ উেইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে।

চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট পান স্যাম কুরান। একটি করে উইকেট নেন পিযুষ চাওলা, লুগি এনগিদি ও দীপক চাহার।

রয়্যালসের দেয়া ২১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই খেলছিলেন ফাফ ডুপ্লেসিসরা। যদিও ডুপ্লেসিস একাই লড়ে গেছেন। দলকে জেতাতে মরিয়া ডুপ্লেসিস করেন ৭২ রান। তবে দলের অন্যরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। রাহুল-আর্চারদের বোলিংয়ে ১৬ রান দূরে থাকতেই ২০০ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস। হার মানতে হয ১৬  রানে।

রয়্যালসের হয়ে রাহুন পান তিন উইকেট। টম কুরাম, জোফরা আর্চার ও শ্রেয়াশ গোপাল নেন একটি করে উইকেট।

এ ম্যাচে জয় নিয়ে রান রেট বেশি হওয়ায় শীর্ষে থাকলো রাজস্থান রয়্যালস। অন্যদিকে ধোনির চেন্নাই থাকলো পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।