• শনি. নভে ২২, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

মামলা প্রত্যাহারের দাবিতে চিলমারীতে কৃষকদলের মানববন্ধন

নভে ২২, ২০২৫ #কুড়িগ্রাম

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্তৃক উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কৃষকদল। শনিবার দুপুর ১২ টায় উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলা চত্ত্বরের সামনে প্রধান সড়কে কৃষকদলের চিলমারী শাখার সদস্য সচিব আবু হানিফা সাদ্দামের বিরুদ্ধে হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন করেন নেতাকর্মীগন এসময় মানববন্ধনে বেশকিছু কৃষক যোগদেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক নুর আলম প্রমুখ। এসময় বক্তরা বলেন, কৃষকদের প্রনোদনার সার ও বীজ প্রকৃত কৃষকদের না দিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ (বিএস) নিজেদের মতো করে বিতরন করেন এবং অনিয়মের আশ্রয় নেন, এটির তালিকা চেয়ে অনিয়মের প্রতিবাদ করতে গেলে কৃষকদলের সাদ্দামসহ আরো দুইজন স্বেচ্ছাসেবক দলের সদস্যের বিরুদ্ধে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিথ্যা ও হয়রানী মুলক মামলা দায়ের করে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে চাচ্ছেন, দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে এর সঠিক তদন্ত অনুযায়ী বিচারের দাবি করেন তারা।
বক্তারা আরো বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। উল্লেখ্য বৃহস্পতিবার কৃষি পণ্য সার ও বীজ বিতরন কাজে বাঁধা, চাঁদা দাবিসহ কর্মকর্তাকে মারধর অভিযোগ এনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাদী হয়ে উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দামসহ আরো দুইজনকে আসামী করে চিলমারী থানার মামলা দায়ের করেন। মামলা নং-৫, তারিখ ২০-১১-২০২৫ ইং। মামলা দায়েরের পর অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য হাফিজুর ও নাজমুল হুদাকে দল থেকে বহিস্কার করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা তৌহিদুল ইসলাম তারেকের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানা গেছে।