স্টাফ রিপোর্টার:
“টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি ২০২৫”-এর অধীনে প্রণীত খসড়া গাইডলাইনে অন্যায্য ইন্টারনেট মূল্যবৃদ্ধির আশঙ্কা এবং দেশীয় উদ্যোক্তা-বিনিয়োগকারীদের সুরক্ষাহীনতার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং কুড়িগ্রাম জেলা আইএসপি অপারেটরবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম অনলাইনের সিটিও মো: জাকির হোসেন, কুড়িগ্রাম আইএসপির মিলন সরকার, কার্নিভালের ইনচার্জ সুকুমার রায়, লিঙ্ক থ্রির আতিকুর রহমান রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, প্রস্তাবিত গাইডলাইন কার্যকর হলে স্থানীয় আইএসপি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পাবে। তারা অভিযোগ করেন, প্রস্তাবিত নীতিতে স্থানীয় অপারেটরদের স্বার্থরক্ষা, ব্যবসা টিকিয়ে রাখা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি।
তারা আরও বলেন, সরকারকে নীতিমালা পুনর্বিবেচনা করে দেশীয় উদ্যোক্তা-বান্ধব এবং গ্রাহকসুবিধা রক্ষাকারী নীতি প্রণয়নের আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
ইন্টারনেট মূল্যবৃদ্ধির আশঙ্কায় কুড়িগ্রামে মানববন্ধন
