• শনি. নভে ২২, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে গুণীজন ও সাংবাদিকদের মতবিনিময়

নভে ১৯, ২০২৫ #কুড়িগ্রাম
5569

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ অন্নপূর্ণা দেবনাথ-এর সাথে জেলার মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ প্রতিনিধি, গণমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ জেলার উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া, জনবান্ধব উদ্যোগ এবং প্রশাসনের বিভিন্ন চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেন। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, জুলাই যোদ্ধা সাংবাদিক ইউনুছ আলী ও শফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, চর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল, হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

সভায় বক্তারা প্রশাসন ও জনগণের মাঝে সমন্বিত সম্পর্ক জোরদার এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা স্থানীয় উন্নয়ন অগ্রাধিকারের বিষয়ে পরামর্শ প্রদান করেন। অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা, নাগরিক ভোগান্তি ও সেবাদান ব্যবস্থার উপর বিভিন্ন মতামত তুলে ধরেন।