• সোম. নভে ২৪, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

ক্রিকেটের দিক থেকে ঠাকুরগাঁও নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে -আসিফ আকবর

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর বলেছেন, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য আমরা সারা দেশের জেলাগুলোতে ক্রিকেটের অবস্থান সম্পর্কে জানতে পরিদর্শনে নেমেছি। আগের তুলনায় ক্রিকেট বোর্ডের অবস্থা অনেকটাই ভালো।
তিনি বলেন, জেলা ক্রীড়া সংস্থা থেকে বেরিয়ে প্রত্যেক জেলায় আলাদা করে জেলা ক্রিকেট সংস্থা গড়ে তোলা হবে। এতে করে জেলার ক্রিকেট কার্যক্রম আরও পরিকল্পিত ও গতিশীল হবে।
বিসিবির এ পরিচালক বলেন, প্রাইম ব্যাংক ক্রিকেট টুর্নামেন্ট গত দশ বছর ধরে হয়ে আসছে। যার কোনো আউটকাম আমরা খুঁজে পাইনি। আমরা এটিকে নতুন আঙ্গিকে নিয়ে এসেছি।
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন ক্যাম্পেইনে আসিফ আকবরসহ অন্যরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঠাকুরগাঁও স্টেডিয়াম নিয়ে আসিফ আকবর বলেন, এ স্টেডিয়ামটি অনেক ভালো পর্যায়ে রয়েছে তাই ক্রিকেটের দিক থেকে ঠাকুরগাঁও নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, অ্যাকাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কারসহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শিগগির বিসিবির মাধ্যমে পাবে।

তিনি আরও বলেন, সীমান্তঘেঁষা জেলা হওয়ায় মাদকের দিক থেকে ঠাকুরগাঁও অনেকটাই এগিয়ে আছে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে আমরা স্কুল-মাদ্রাসা থেকে শুরু করে শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য আলাদা আলাদা বিভাগ তৈরি করে তাদের খেলাধুলার সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হাসানুজ্জামান, জিডির সদস্য সচিব আরমানুল ইসলাম ও বিসিবির আম্পায়ার সাকির সহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়।