• শনি. নভে ২২, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

ঠাকুরগাঁও -১ আসনে জামায়েত প্রার্থী দেলোয়ার হোসেনের মোটরসাইকেল শো-ডাউন

নভে ২২, ২০২৫ #কুড়িগ্রাম

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ছাত্রশিবিরের ঢাকা দক্ষিণের সাবেক সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনের মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা হতে একটি বিশাল মোটরসাইকেল শো-ডাউন শুরু হয়ে সংসদীয় আসনের পৌরশহরের পুরাতন বাস স্ট্যান্ড হয়ে নারগুন, বেগুনবাড়ী, মোহাম্মদপুর, রহিমানপুর, রাজাগাঁও, রুহিয়া ইউনিয়নহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হবে।

মোটরসাইকেল শো-ডাউনে অংশ নেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, জামায়াতের জেলা সেক্রেটারী আলমীর হোসেন, জামায়াত নেতা শামীম হোসেনসহ প্রায় ২০ হাজার নেতাকর্মী, সমর্থক অংশ নেয় প্রায় কয়েক হাজার মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঠাকুরগাঁও ১ আসনের জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন।