চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে অপরাধ দমাতে উপজেলা সদরসহ বিভিন্ন চরাঞ্চলে ড্রোনের মাধ্যমে চলছে মনিটরিং। চিহ্নিত ও অভিযুক্ত স্থানে পুলিশের অভিযান অব্যাহত। বিভিন্ন অপরাধের পাশাপাশি মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী পুলিশের। পুলিশের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকলে অপরাধ কমে আসবে, সুখে ফিরবে মানুষের মাঝে মন্তব্য সচেতন মহলের।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে অপরাধ মুক্তসহ মাদক থেকে রক্ষা করতে বিভিন্ন ভাবে কাজ শুরু করেছে পুলিশ। কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের নির্দেশনায় কুড়িগ্রাম পুলিশ মিডিয়া সেল ড্রোনে মাধ্যমে বাড়িছে নজরদারী, করা হচ্ছে মনিটরিং। ড্রোনে মাধ্যমে মনিটরিং করার পাশাপাশি চিহ্নিত ও অভিযুক্ত স্থানেও পুলিশের অভিযান অব্যাহত থাকছে। ইতি মধ্যে ড্রোনের মাধ্যমে উপজেলা সদরসহ চরাঞ্চলের বিভিন্ন স্থান চিহ্নিত করা হয়েছে বলেও জানা গেছে। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত কিছু স্থানে মাদক বিরোধি অভিযান করা হচ্ছে বলে জানান, চিলমারী থানা পুলিশ। গত দু’দিনে চিলমারী থানা পুলিশ টোলর মোড়, জোড়গাছ বাজার, রেলস্টেশন, ফকিরেরহাটসহ বিভিন্ন এলাকায় অভিযানের পাশাপাশি জনসচেতনা বৃদ্ধির লক্ষে হাট-বাজার স্কুল মাঠেও আলোচনা সভা করেছেন। থানা পুলিশের পাশাপশি কুড়িগ্রাম ডিবি পুলিশও অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন। বিভিন্ন অপরাধ ছাড়াও মাদক মুক্ত করতে বিশেষ নজরদারী ও অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ (দাঃ) মোঃ মতিয়ার রহমান জানান, কোন অপরাধিকে ছাড় দেয়া হবে না, আর মাদক সেবনকারীসহ ব্যবসায়ীদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, চিলমারী নদীবন্দর ও নৌ-রুটে অপরাধ প্রতিরোধের জন্য সার্বক্ষনিক ড্রোন মনিটরিং চলছে। তিনি আরো জানান, অতিরিক্ত পুলিশি তৎপরতায় নৌ-ডাকাতি দীর্ঘ দিন বন্ধ রযেছে।
অপরাধ দমাতে ড্রোনে মনিটরিং বিভিন্ন স্থানে পুলিশের অভিযান
