চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলা জিয়া সাইবার ফোর্সে ইয়াসিন খান আরাফাতকে সভাপতি ও মামুন মিয়াকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আংশিক কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম ফাহাদ, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, আব্দুল লতিফ নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া ও দপ্তর সম্পাদক মমিন ইসলাম মুরাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
চিলমারীতে জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠন
