• মঙ্গল. সেপ্টে ১৬, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামসহ ৬ জেলায় নতুন ডিসি

আগ ২৫, ২০২৫ #কুড়িগ্রাম

সকালের কাগজ ডেস্ক:

কুড়িগ্রামসহ পটুয়াখালী, কুষ্টিয়া, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে ডিসি নিয়োগ দেয়।ডিসিদের মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শাহিন হোসেন চৌধুরীকে পটুয়াখালী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ডঃ মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি করা হয়েছে।

পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহামদ আরেফিনকে কুষ্টিয়া, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রাম এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়েছে।