• মঙ্গল. সেপ্টে ১৬, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা

সেপ্টে ১১, ২০২৫ #কুড়িগ্রাম, #চিলমারী
চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ কর্মশালা

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তির জন্য সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় এবং চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প আরডিআরএস বাস্তবায়নে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান শাহ, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, চিলমারী মডেল থানার এসআই নূরুল ইসলাম, ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক, মেহেদী হাসান সুমন, প্রজেক্ট কো-অর্ডিনেটর অলিক রাংসা, টেকনিক্যাল অফিসার মনির হোসেন, এফএফ বিকেনান্দ বিশ^াস, সুহিদ কুমার, শাহ আলম, যুব সংগঠক মিজানুর রহমান, মোছাঃ হালিমা, বেলাল মিয়া, জাদিরানা, তাহমিনা আক্তার তিশা, মনিশা বিভিন্ন ইউনিয়নের যুব সংগঠক প্রমুখ।