• বুধ. সেপ্টে ১৭, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

চিলমারীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন

অক্টো ৩০, ২০২২

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট:
কুড়িগ্রামের চিলমারী ফকিরের হাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস/২২ উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৭অক্টোবর) মহিদেব যুব সমাজ কল্যান কর্তৃক বাস্তবায়িত একসেস টু ক্লিন ওয়াটার এ্যান্ড স্যানিটেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ফকিরের হাট উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী ফকিরের হাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন পাটোয়ারীর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য্য তুলে ধরে আলোচনায় বক্তব্য রাখেন এমজেএসকেএস এর প্রকল্প সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, হ্যাবিটেট ফর হিউম্যানেটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী মিহির কুমার দাস, আবু বক্কর সিদ্দিক ও সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ। র‌্যালী শেষে বিদ্যালয় মাঠে অংশগ্রহণকারীদের মাঝে হাত ধোয়ার কৌশল অনুশীলন করানো হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ, কমিউনিটি ওয়াশ কমিটির সদস্য, হ্যাবিটেট ফর হিউম্যানেটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর প্রতিনিধি এবং এমজেএসকেএস এর কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।