• সোম. মে ১২, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

ফুলবাড়ীতে স্বাস্থ্য সুরক্ষা (এসএসকে) কর্মশালা

অক্টো ৩১, ২০২২

ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে এ সভার কার্যক্রম শুরু হয়। উপজেলার দারিদ্রসীমার নিচে বসবাসকারী ত্রিশ হাজার পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সরকারের মূল লক্ষ। আগামী তিন মাসের মধ্যে এর কার্যক্রম শেষ করার লক্ষে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বলা হয়েছে। কর্মশালায় ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাধারন সদস্যরাও অংশ গ্রহন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ সেবা ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. এনামুল হক, বিশেষ অতিথি স্বাস্থ বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য বিভাগের (গবেষণা) ড. সৈয়দা নওশীন পর্ণিনী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন কান্তি সাহা, মেডিকেল অফিসার (আরএমও) বায়েজিদ বাধন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, ফুলবাড়ী ড়িগ্রী কলেজ সভাপতি আজিজার রহমা, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক প্রমুখ।