• শুক্র. মে ৯, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

ফুলবাড়ীতে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

অক্টো ১৩, ২০২২ #কুড়িগ্রাম, #ফুলবাড়ী

ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে “দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এসময় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মহড়ায় অংশ গ্রহন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফুলবাড়ী উপজেলা ইউনিট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা। শেষে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. গোলাম রব্বানী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস, ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।