চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে । প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার সকালে উপজেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে পাম্পমোড়স্থ মুক্তিযোদ্ধা সংসদের সামনে শেষ হয়।
র্যালি শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আহ্বায়ক কমিটির আহবায়ক আব্দুল বারি সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম স্বপন, সদস্যসচিব আবু হানিফা, যুগ্ম আহবায়ক সাদাকাত হোসেন সাজু,মো.ফজলুল হক, আনোয়ারুল ইসলাম বাবলু,শাহ আলম সবুজ,সাহেব আলী,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেয়ারা খাতুন রোজি, যুবদলের সদস্য সচিব রুহু আমিন জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আ.মোত্তালেব প্রমুখ।