স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে প্রান্তিক পর্যায়ের বাঁশ, মাটি ও লোহার তৈরি প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বিপণনকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় আরডিআরএস হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) বাস্তবায়নাধীন থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট এ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট (থ্রাইভ) প্রকল্পের আওতায় হেকস/ইপার এর আর্থিক সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫৫জন পণ্য উৎপাদনকারী ও বিক্রেতা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-ই-খুদা। এমজেএসকেএস এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিকের ডেপুটি ম্যানেজার শাহ মোহাম্মদ জোনায়েদ, রাজারহাট উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, কারুপণ্য ফ্যাক্টরি ম্যানেজার মুকুন্দ চক্রবর্তী, হেকস এর পার্টনাশীপ ম্যানেজার এন্ড সিনিয়র এডভাইজার (লাইভলিহুড) ভূপেশ রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী রেজাউল করিম।
কর্মশালায় বাঁশ, মাটি ও লোহার তৈরি প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বিপণনকারীদের বর্তমান পণ্যের ধরণ, উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণে শক্তিশালী নেটওয়ার্কিং ও সমন্বিত পদক্ষেপ নিয়ে বাস্তব সম্মত ধারণা দেওয়া হয়।
উল্লেখ্য, জেলার ৯ উপজেলার মধ্যে কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর ও ফুলবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নে দলিত ও প্রান্তিকসহ মোট ২ হাজার ৫শ পরিবারের মাধ্যমে থ্রাইভ প্রকল্পটি এমজেএসকেএস এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে প্রকল্পের সুবিধাভোগীদের টেকসই, লাভজনক ও জলবায়ু সহিষ্ণু জীবিকায়নে সহায়ক হবে।
কুড়িগ্রামে প্রান্তিক পর্যায়ে পণ্য উৎপাদন ও বিপণনকারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
