স্টাফ রিপোর্টার:
ইয়েস বাংলাদেশ এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় কুড়িগ্রামে ‘যুব প্ল্যাটফর্মের নেটওয়ার্কিং মিটিং-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সৈয়দ শামসুল হক মিলনায়তন, কুড়িগ্রাম প্রেস ক্লাব-এ এ মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিংয়ে স্থানীয় যুবকদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় জেলার বিভিন্ন এলাকার ১৫টি যুব সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের নেটওয়ার্কিং মিটিং-এর মাধ্যমে তরুণরা নতুন ধারণা, অভিজ্ঞতা ও পরিকল্পনা বিনিময়ের সুযোগ পাবেন, যা তাদের সমাজ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।