চিলমারী প্রতিনিধি:
নব গঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে চিলমারীতে বিএনপির একাংশে মানববন্ধন। সদ্য ঘোষিত চিলমারী উপজেলার আহবায়ক কমিটি বাতিলের দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশে নেতাকর্মীরা৷ চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মোড়ে মানববন্ধন চলা কালিন বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ওবায়দুল হক খাজা, উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফুল হায়দার লিফটন, উপজেলা যুব দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বকুল, মৎস্য জীবি দলের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক
নুর আলম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু হানিফা সাদ্দাম হোসেন প্রমুখ। বক্তারা দ্রুত কমিটি বাতিল করে ত্যাগীদের অন্তর্ভুক্ত করে একটি গ্রহন যোগ্য কমিটি দেয়ার দাবি জানান।
কমিটি বাতিলের দাবিতে চিলমারীতে বিএনপির মানববন্ধন
