• মঙ্গল. সেপ্টে ১৬, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

রাতের আঁধারে চিলমারীতে মাদক ও জুয়া বিরোধী অভিযান

জুলা ১, ২০২৫ #কুড়িগ্রাম, #চিলমারী
রাতের আঁধারে চিলমারীতে মাদক ও জুয়া বিরোধী অভিযান

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে মাদক ও মোবাইল জুয়া বিরোধী অভিযানে মাঠে নেমেছে প্রশাসন। চিহ্নিত ও অভিযুক্ত স্থানে অভিযান অব্যাহত।
জানা গেছে, মাদক মুক্ত চিলমারী গড়তে মাঠে নেমেছে প্রশাসন। মাদকসহ মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়া বন্ধসহ জরিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। মাদক ও জুয়া বিরোধী অভিযানে ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উপজেলার চিলমারী সরকারি ডিগ্রি কলেজ, চিলমারী বালিকা বিদ্যালয়, চিলমারী সিনিয়র মাদ্রাসা, নদী বন্দর ঘাটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন প্রশাসন। অভিযান পরিচালনার সময় সন্ধেহ জনক ব্যাক্তিদের সার্স করা হয় এবং মোবাইল চেক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বলেন, ধারাবাহিক ভাবে মাদক ও জুয়া বিরোধী অভিযান চলছে, জরিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মাদক ও জুয়ার সাথে জরিতদের ছাড় দেয়া হবে না জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, জরিত যাকেই পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।