• শুক্র. মে ৯, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

নাতিকে মারতে গিয়ে প্রাণ হারালেন নানী

সেপ্টে ১২, ২০২০

নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে নাতিকে মারতে গিয়ে প্রাণ হারালেন বয়োবৃদ্ধ নানী সরলা বিশ্বাস (৯৩)। সরলা পাখিমারা গ্রামের খগেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে যায়, শুক্রবার সকালে নাতি প্রসেনজিতের সাথে নানী সরলা বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সরলা নিজের শরীরে ভর দিয়ে চলা লাঠি উঁচিয়ে নাতি প্রসেনজিতকে মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে আঘাত পান। আহত সরলাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।