স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রাজারহাটে দুস্থ ও অসহায় পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ছাগল বিতরণ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সহযোগিতায় বৃহস্পতিবার (১লা মে) দুপুরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ২০০ দুস্থ পরিবারের মাঝে ৪০০ ছাগল বিতরণ করে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা।
পরিবারে সচ্ছলতা ফেরাতে ছাগল উপহার পেয়ে খুশি সবাই। উপজেলার বাবুর হাট এলকাকার হতদরিদ্র আলেয়া বেগম জানান ৩ বছর আগে পায়ের টিউমার অপারেশন করতে গিয়ে এখন হাটতে পারেন না তিনি। স্বামী পেশায় একজন কৃষক। স্বামী স্ত্রী আর ২ সন্তান মিলে ৪ জনের অভাবের সংসার তার। বড়ো মেয়েকে ৯ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করালেও অভাবের কারণে মেয়েকে পড়াশোনা করাতে পারছেন না তিনি। ছোট ছেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। স্বামীর সামান্য আয়ে টানাপরেনের মধ্যেই চলছে তাদের সংসার। দুর্দিনে এই ছাগল পেয়ে খুশিতে আত্মহারা এ নারী। উপহার পাওয়া এই ছাগল পালন করে ধীরে ধীরে এর পরিধি বাড়াতে চান তিনি। তার ইচ্ছে দুটি ছাগল থেকেই ছাগলের খামার গড়ে তুলে সংসারে সচ্ছলতা ফেরানোর। মানুষ করবেন সন্তানদের। পাইকপাড়া এলাকার রেজিয়া বেগম জানায় তার স্বামী গত হয়েছেন অনেক আগেই। বিধবা অন্যের বাড়িতে কাজ করে কোনোরকমে চলে তার জীবন। এই ছাগল দুটি পেলে পুষে বড় করে ভবিষ্যতে উন্নতি করতে চান তিনি।
ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক, (রাজস্ব) আসাদুজ্জামান, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র মাসুদ, মোহাম্মদ তোফায়েল আহমেদ প্রমুখ।
কুড়িগ্রামে ২শত হতদরিদ্র পরিবার পেল ৪০০টি ছাগল
কুড়িগ্রামে ২শত হতদরিদ্র পরিবার পেল ৪০০টি ছাগল 