• ডিসেম্বর ৮, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ

ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী শামীম ফেরদৌস টগর

সেপ্টে ২৮, ২০২৩

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গনসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী মৎস্যজীবীলীগের উপদেষ্টা, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর।
বুধবার ( ২৭সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯ টা পর্যন্ত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে হরিপুর উপজেলার, কাঁঠাল ডাংগি, বটতলী, ভাতূরিয়া, মশানগা, এলাকার গণসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ করেন। মোটরসাইকেল শোভাযাত্রা সহ বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে দোকানদারদের সাথে কৌশল বিনিময় করেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা সাথে সাথে সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।অধ্যক্ষ একে এম শামীম ফেরদৌস টগর সহ দলের ৮ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। আর এর মধ্যে বালিয়াডাঙ্গীতে প্রার্থীর সংখ্যা ৭জন হলেও হরিপুর উপজেলা থেকে একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন একেএম শামীম ফেরদৌস টগর। শামীম ফেরদৌস টগর বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করার জন্য সাধারণ জনগণের সাথে মত বিনিময় ও সৌজন্য সাক্ষাত করছি এবং সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ।গনসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মীরা বলেন, শামীম ফেরদৌস টগর এমপি প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত একজন মুখ। তিনি এর আগে উপজেলা চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় এলাকা বাসি মনে করেন ঠাকুরগাঁও -২আসনে অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় মনোনয়নের হেভি ওয়েট যোগ্য প্রার্থী।
সে কারণে আমরা আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের কাছে দাবি করছি ঠাকুরগাঁও- ২ আসনে শামীম ফেরদৌস টগরকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।
পরে হরিপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।