• সোম. মে ১২, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

বিদ্যালয়ের মাঠ খনন ও ভাংচুরের অভিযোগ

এপ্রি ২৬, ২০২২ #অভিযোগ, #ভাংচুর

বিদ্যালয়ের মাঠ খনন ও ভাংচুরের অভিযোগ
আব্দুল মোমেন:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ডের ডায়নারপাড় বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের সিড়ি ভাংচুরসহ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রধানমন্ত্রীর উদ্বোধনী ফলক ক্ষতবিক্ষত করনের অভিযোগ পাওয়া গেছে। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ,পারি বারিক কলোহের জের ধরে ডায়নারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়ের মাঠ খনন ও ভাংচুরের ঘটনা ঘটে। অন্য দিকে সিরাজুল ইসলাম জানান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকার কারনে শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যানেল করা হয়। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন বলে জানান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন।