• রবি. মে ১১, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম:
কুড়িগ্রামে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুশান্ত (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত এ ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল ছাত্র কুড়িগ্রাম পৌর এলকার গোরস্থান পাড়া এলাকার পরশের ছেলে। সে ১নং মাঠের স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, নিহত পুশান্ত বিদ্যুতের মেইন লাইনের পাশে গাছের ডাল কাটতে ছিলো। এসময় অসাবধানতাবশত মেইন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পরে। স্থানীয় লোকজন ও ফায়ার-সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা পরশ জানান, কিভাবে আমার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলো আমি বুঝতে পারছি না। ছেলেসহ সকালে একসাথে খাওয়া দাওয়া করেছি। আমার কপালে বুঝি এটাই লেখা ছিল।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
#