• মে ৭, ২০২৪ ৬:৪০ পূর্বাহ্ণ

কাদা পানির সড়ক, ভোগান্তির নেই শেষ

এপ্রি ৩, ২০২৩

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আশ্বাসের পর আশ্বাস কেটে যাচ্ছে বছরের পর বছর তবুও নেই উদ্যোগ। বাড়ছে দুর্ভোগ, ভোগান্তিতে লক্ষ লক্ষ মানুষ। চিলমারীর থানাহাট বাজার যেন এখন কাদা, পানির সড়ক। কোটি টাকা ব্যয়ে নির্মান হওয়া ড্রেনেজ ব্যবস্থা আসছেনা কাজে। মাসের পর মাস বছরের পর বছর পেড়িয়ে যাচ্ছে কিন্তু ভোগান্তি থেকে রক্ষা পাচ্ছেনা থানাহাট বাজার সদরবাসী। হাজার হাজার মানুষ দুর্ভোগে। বিপাকে সরকারী দপ্তরের কর্মকর্তারাও। ভোগান্তিতে পড়েছে শতশত শিক্ষার্থী। জনসাধারন দুর্ভোগের উপর দুর্ভোগে থাকলে নজর নেই কর্তৃপক্ষের। শুধু আশ্বাস দিয়েই নিরব এলজিইডি।
জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলা ঐতিহ্যবাসী উপজেলা। নদী বন্দর আর তিস্তা সেতু প্রকল্প হাতে নেয়ায় এগিয়ে যাবে চিলমারী ভাবছে উত্তরাঞ্চলের মানুষ। কিন্তু সড়কের বেহাল দশা আর ভোগান্তি দুশ্চিন্তায় ফেলিয়েছে এলাকাবাসীকে। সড়কেই আটকে যাচ্ছে সুখ আর শান্তি। আর বাড়িয়ে দিয়েছে ভোগান্তি। সরেজমিনে মেলে উপজেলার সদর থানাহাট বাজারের সড়কের বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই থানাহাট বাজারের প্রধান সড়কসহ অলিগলির প্রায় সকল রাস্তা কাদা, পানির একাকার হয়ে যায়। রনীমোড়ে দীর্ঘ সময় পানি আটকা পড়ায় বিপাকে পড়তে হয় যানবাহন চালকসহ শতশত পথচারীকে। পুরো সড়কে অসংখ্য খানা খন্দে সৃষ্টি হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়কের বেশকিছু গুরুত্বপূর্ন স্থানে খানাখন্দ গুলো মরন ফাঁদে পরিনত হয়েছে। এদিকে পরিকল্পনার অভাব সাথে ড্রেন নির্মানে দুর্নীতি আর অনিময়ের ফলে বাজার এলাকায় বেড়েছে ভোগান্তি। পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মান করা হলেও তা এখন বড় দুর্ভোগের কারন হয়ে দাঁিড়য়েছে। অপরিকল্পিত ও অনিয়মের মধ্যে দিয়ে এলজিইডি’র অধিনে কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা কাজে আসছেনা জনকল্যানে। ড্রেনেজ ব্যবস্থা কাজে না আসায় শতশত ব্যবসায়ীসহ লক্ষাধিক মানুষের দুর্ভোগ এখন চরমে। নজর নেই কর্তৃপক্ষের। এছাড়াও চিলমারী মডেল থানার সামনসহ উপজেলার বেশকিছু সড়কের বেহালদশা হওয়ায় উপজেলাবাসী দীর্ঘদিন থেকে ঝুঁকি নিয়েই চলছে। অটো, ভ্যান, রিস্কা, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চালকরা বলেন, সড়কের তো বেহালদশা রয়েছে এর উপর বৃষ্টি হলে বাজারে প্রবেশ করাই মুশকিল হয়ে পড়ে এবং সৃষ্টি হয় যানজোট। ব্যবসায়ী আসাদুল, মাহবুব, হাবিবসহ অনেকে বলেন, একে তো ড্রেনেজ ব্যবস্থা ভালো না, তার উপর সড়কের দশা বেহাল আমরা মালামাল আনতেও মুশকিলে পড়ি। শিক্ষার্থী সৌরভী, তিন্নি, মাছুম বলেন, সড়কে অবস্থা খুবই খারাব এর উপর বৃষ্টি হলে চলাচল করা বড় কঠিন। সড়কের বেলারদশা নিয়ে উপজেলা প্রকৌশলী বলেন, সমস্যার সমাধান করা হবে। আমাদের নজরে রয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষজনের কষ্ট বেড়েছে মন্তব্য করে উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, জনগনের দুর্ভোগ দুর করতে দ্রুত সমস্যার সমাধান করা হবে।