• সোম. মে ১২, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

দৌলতখানে ট্রাকের চাপায় মাদরাসা শিক্ষক নিহত

সেপ্টে ৮, ২০২২

ভোলার দৌলতখানে দলিল উদ্দিন খায়ের হাট সংলগ্ন সড়কে ট্রাক – মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টারদিকে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনা ঘটে। মাওলানা আবুল খায়ের (৪৭) নামে নিহত মাদরাসা শিক্ষককের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর কুড়ালিয়া আব্বাস উদ্দিন  ফরাজী বাড়ি। সে দৌলতখান উপজেলার চরপাতা বায়তুল ফালাহ আলিম মাদরাসার আরবি প্রভাষক। প্রতক্ষদর্শীরা জানায়, ওই শিক্ষক তার কর্মস্থল মাদরাসায় যাওয়ার পথেই তিনি দূর্ঘটনায় শিকার হন। জানা যায়, নিহত প্রভাষক মাওলানা  আবুল খায়ের নুর মিয়ার হাট সংলগ্ন মোহসনের হাট জামে মসজিদের ইমাম।