• শুক্র. অক্টো ২৪, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

জাতীয় নিরাপদ সড়ক দিবসে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত

অক্টো ২২, ২০২৫ #কুড়িগ্রাম, #চিলমারী

স্টাফ রিপোর্টার:
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ অক্টোবর) বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্ব ও বিআরটিএ কুড়িগ্রাম সার্কেলের মোটরযান পরিদর্শক নুরুস সাফা সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।
এসময় অন্যান্যদের মধ্যে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মুহাইমেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আহ্বায়ক মোঃ মকবুল হোসেনসহ বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, রোভার স্কাউট ও সাধারণ শিক্ষার্থী বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়ের সচেতনতা জরুরি। শহরের যানজট কমাতে পৃথক স্থানে একটি কোচ স্ট্যান্ড ও একটি ট্রাক স্ট্যান্ড স্থাপনসহ ব্যাটারি চালিত যানবাহনের নিয়ন্ত্রণকল্পে আলোচনা করা হয়। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং নির্ধারিত গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হয়।