• শুক্র. অক্টো ২৪, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

নাগেশ্বরীতে সৃজনশীল প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সেপ্টে ২৯, ২০২৫ #কুড়িগ্রাম

নাগেশ্বরী প্রতিনিধি:
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা চর্চার উদ্দেশ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দু’দিনব্যাপী চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচারী’র উদ্যোগে শনি ও রোববার দিনব্যাপী উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতার অংশ হিসেবে প্রথম দিন সকালে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তুলি আর রঙে আঁকি, স্বপ্ন দেখি আগামী’র শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরদিন রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা অডিটরিয়ামে ‘বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারছে না’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দলীয়ভাবে অংশগ্রহণ করে প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। পরে বিকালে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এ বছর প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, নাগেশ্বরী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক খাদেমুল হক, সহকারী অধ্যাপক আব্দুস সামাদসহ স্বপ্নচারী’র স্বেচ্ছাসেবকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।