• সোম. মে ১২, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

উলিপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেপ্টে ১৫, ২০২০
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের উলিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল এক গ্রাম হিরোইন সহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে উলিপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৪ ই সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান এস আই রাসেল, এএসআই সঞ্জয় দেব, কনস্টেবল হারুন উলিপুর পৌরসভার পুর্ববাজার রেল গেট সংলগ্ন সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০ সিসি বাজাজ পালসার গাড়ী ও একটি প্রিন্ট লাল রংয়ের ব্যাগ সহ শফিকুল ও সামিউল নামে দুইজনকে গ্রেপ্তার করে। ব্যাগে ৯৯ বোতল ফেনসিডিল ও এক গ্রাম হিরোইন ছিল। গ্রেপ্তারকৃতরা হলো কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা এলাকার মৃত আজিজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম (২৮)ও কুড়িগ্রাম পৌরসভার নাজিরা মিয়াপাড়া এলাকার আঃ লতিফের পুত্র মোঃ সামিউল ইসলাম (২৬)।
উলিপুর থানার ওসি (তদন্ত) মোঃ রুহুল আমিন মাদক বিরোধী অভিযানে মাদকসহ দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।