• শুক্র. মে ৯, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মার্চ ৮, ২০২৫
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও:
“অধিকার,সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠাকুরগাঁওয়ের আয়োজনে এবং এলজিইডি জেন্ডার ও উন্নয়ন ফোরামের সহযোগীতায় শনিবার সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এলজিইডি আয়োজিত র‌্যালিতে অংশ নেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠাকুরগাঁওয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন, সসোলোজিস্ট মুজিবুর রহমান, সিও হাফিজুর রহমান, সাপোর্টিং রুরাল ব্রীজ এর নাজমিন বেগম স্নিগ্ধা সহ এলজিইডি কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।