• বৃহঃ. মে ৮, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

হারভেস্টার কোম্পানি দুর্নীতি ও ফাকা চেকের মামলা বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ফেব্রু ২৪, ২০২৫
হারভেস্টার কোম্পানি দুর্নীতি ও ফাকা চেকের মামলা বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি:
নিম্নমানের হারভেস্টার দিয়ে বিভিন্ন কোম্পানির দুর্নীতি, প্রতারণা, ফাঁকা চেকের মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর অঞ্চলের হারভেস্টার ব্যবহারকারী ঐক্য জোটের আয়োজনে সোমবার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে ভুক্তভোগী বক্তারা বলেন এসি আই, বাংলা মার্ট, মেটাল সহ বিভিন্ন কোম্পানি নিম্ন মানের হারভেস্টার দিয়ে কৃষককের কাছ থেকে ফাকা চেক নিয়ে মামলার হুমকি দিয়ে আসছে। একদিকে নিম্নমানের হারভেস্টার, কিস্তি পরিশোধের চাপ, আবার ফাকা চেকের মামলা হুমকিতে দিশেহারা কৃষক। তাই দ্রুত কৃষকদের এই হয়রানি বন্ধ সহ ক্ষতিপূরণের দাবী জানান ভুক্তভোগীরা। অন্যথায় দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল হারভেস্টার কোম্পানি গুলোর সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেবার হুশিয়ারী দেন তারা।

মানববন্ধন শেষে পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।