• মে ২, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

সংবাদ প্রকাশের পর ওদের ঘরে পৌঁছালো খাবার

মার্চ ২৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
বাজারের ঊর্ধ্বগতি অসহায় হয়ে পড়েছে মানুষ। রমজান উপস্থিত বৃদ্ধি পেয়েছে দ্রব্যমূলের দামও। সারদিন রোজা রাখলেও বেশির ভাগ মানুষের ভাগ্যে জোটেনা সুস্বাধু বা আধুনিক খাবার। ইফতারে তাদের খাবার চাল ভাজা, চালের গুড়া, চাল ভিজা। এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ হলে দৃষ্টিতে আসে প্রশাসনের। সংবাদটি দৃষ্টিতে আসলে শনিবার বিকালে উপজেলা প্রশাসন ও চিলমারী মডেল থানার পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া হয়। থানাহাট ইউনিয়নের ঠগেরহাট উঁচাভিটা, রমনা মডেল উনিয়নের সাতঘড়িপাড়া, বাঁধ, শাখাহাতি চরের বেশকিছু পরিবারের মাঝে খাবার সামগ্রী পৃথক, পৃথক ভাবে বিতরন করেন উপজেলা প্রশাসন ও চিলমারী মডেল থানা। বিকালে বেশকিছু দুঃস্থ ও অসাহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। এর আগে রমনা মডেল ইউনিয়নের বাঁধ এলাকায় বেশকিছু পরিবারের হাতে খাবার তুলে দেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান। রমজানের শুরুতেই খাবার ও ত্রাণ সামগ্রী হাতে পেয়ে খেটে খাওয়া অসাহায় মানুষগুলোর মুখে ফুটেছে হাসি।
বাঁধে আশ্রয়িত জেলেখা, সুফিয়ারা অশ্রুসিক্ত নয়নে বলেন, এই খাবার আর সামগ্রী হামার খুব বড় উপকার করবে।