রংপুর নগরীতে অজ্ঞাত এক বৃদ্ধার (৭৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরীর নব্দীগঞ্জ বাজার এলাকার পাকা রাস্তার পাশে থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পাকা সড়কের পাশে ওই বৃদ্ধার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মাহিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠায়।
মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, মৃতদেহ শনাক্তে আঙ্গুলের ছাপ নেয়ার জন্য সিআইডি বরাবর আবেদন করা হয়েছে। লাশটির ময়না তদন্তসহ ডিএনএ সংগ্রহ করা হবে।
রংপুরে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
