• বুধ. জুলা ২, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

ঠাকুরগাঁওয়ে ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু

মে ১৪, ২০২২
প্রতিকী ছবি

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে ঢাকাগামী ছেলেকে এগিয়ে দিতে এসে ট্রেনে কাটা পরে রশিদা বেগম (৬৫) নামে বৃদ্ধার মৃত্যু হয়। শনিবার স্টেশনের প্লাটফর্মেই এ দুর্ঘটনা ঘটে। 
জানা যায়, ওই বৃদ্ধার ছেলে রবিউল ইসলামকে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে দিতে রোড রেল স্টেশনে আসেন। এ সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ছেলেকে উঠিয়ে দিতে তিনিও ট্রেনের উপরে উঠে পরেন। ট্রেনটি নির্ধারিত সময় শেষে ছেড়ে দিলে তারাহুরা করে রশিদা বেগম নামতে গিয়ে ট্রেনের লাইনে পরে গিয়ে কাটা পরেন। ট্রেনটি চলে গেলে সাধারন মানুষজন সেখানে ভীড় জমান। নিহত রশিদা বেগম সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিন ঠাকুরগাঁও (বকসের হাট) এলাকার ইউসুব আলীর স্ত্রি।
ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার অনুপ বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় নিয়ম ও আইন-কানুনের প্রেক্ষিতে যাবতীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।