• রবি. মে ১১, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

ধরলা সেতুর নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম সদরের ধরলা সেতুর পূর্ব পাড়ের নদী রক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মে) দুপুর ১২টার দিকে ধরলা নদী রক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই যুবকের নাম জিয়াউল হক (৩২)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত বাহাদুর মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কাচামাল ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সোমবার (২ মে) সকালে পথচারীরা ধরলা নদী রক্ষা বাঁধ সংলগ্ন লাশটি দেখতে পেয়ে আমাদেরকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানী জানান, গতকাল রবিবার সন্ধ্যায় ধরলা সেতুতে বেড়াতে আসা কিছু শিক্ষার্থী লাশটি দেখতে পেয়ে সেখানকার ব্যবসায়ীদের জানান।
কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ বাবলা জানান, নিহত যুবক জিয়াউল গতকাল বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হোন। পরে তার সন্ধানে পরিবার থেকে মাইকিং করেও খোঁজ মেলেনি। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।