চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগত অর্থ ও চাল বিতরন। সমবার দুপুরে এলএজডি গোডাউন চত্তরে সরকারী ভাবে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে পরিবার প্রতি ২হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ভারঃ সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, নয়ারহাট ইউপি চেয়ারম্যান ও জনপ্রাণ পত্রিকার প্রকাশক আবু হানিফা, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কার্যালয় উপ-সহকারী প্রকৌশলী( প্রকল্প) মোঃ আতিকুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গির আলম মিন্টু, যুবলীগ নেতা ও সাংবাদিক মাহফুজার রহমান প্রমুখ। উল্লেখ্য রবিবার (৩ এপ্রিল) ভোর রাতে হঠাতেই উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকায় হানা দেয় ঘূর্ণিঝড় আর লন্ডভন্ড হয়ে যায় বেশ কিছু বাড়িঘর।
চিলমারীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নগত অর্থ ও চাল বিতরণ
