• মে ২, ২০২৪ ৮:১৬ পূর্বাহ্ণ

রাজারহাটে ৫১তম মহান স্বাধীনতা পালিত

মার্চ ২৬, ২০২২

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট:
কুড়িগ্রামের রাজারহাটে ৩১ বার তোপধ্বনি, ফুলেল শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধের আলোকপাতসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
২৬মার্চ শনিবার সূর্র্য্যদ্বয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে পুস্পস্তাবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকারসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেসক্লাব রাজারহাট, রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতার জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সম্মাননা, কুচকাওয়াজ, বিভিন্ন প্রতিষ্ঠানের ডিসপ্লে ও মুক্তিযোদ্ধা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ওই মাঠে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্বরনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে আলোচনা করেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। এছাড়া মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে, রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্ের ও এতিম খানায় মান সম্মত খাবার পরিবেশন করা হয়।