• মে ৪, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

ফুলবাড়ীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

অক্টো ১৭, ২০২০

ফুলবাড়ী প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার ৬টি ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ফুলবাড়ী সদর ইউনিয়নে বিট পুলিশিং অফিসার এসআই হাবিবুর রহমানের সঞ্চালনায় ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ইউপি সদস্য আপেল মাহমুদ, নারী সদস্য মোমেনা বেগম, বিল্ডিং বেটার ফিচার ফর গার্লস উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, স্কুলছাত্রী জেসমিন খাতুন, নারীনেত্রী নার্গিস বেগম সহ আরো অনেকে।
এ সময় নারী ধর্ষণ, নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সবাইকে সচেতন হয়ে কাজ করার পাশাপাশি পুলিশকে এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।