• বুধ. নভে ২৬, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবিতে কর্মসূচি

নভে ২৬, ২০২৫ #কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সারাদেশের মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে চলমান কর্মসূচির মধ্যে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তাবায়ন পরিষদের কুড়িগ্রাম জেলা শাখা। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা করেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান, এরশাদ আলী, আসাদুজ্জামান শামীম, রোকনুজ্জামান সরকার রোকন, রেজাউল করিম, ফার্মাসিস্ট রাসেল অভি, মমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও সমশিক্ষাগত যোগ্য ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মতো তাদের ১০ম গ্রেডে উন্নীত না করায় এই পেশাজীবীদের মধ্যে গভীর অসন্তোষ রয়েছে।
২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তারা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর ০১ জানুয়ারি ২০২৫ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগে প্রস্তাব পাঠায়। সর্বশেষ ১৬ নভেম্বর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হলেও এখনো বাস্তবায়নের তেমন কার্যকর অগ্রগতি হয় নি।

পেশাজীবীরা অভিযোগ করেন, বারবার কাগজপত্র যাচাই, দাপ্তরিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্যে তাদের ন্যায্য দাবী আটকে রয়েছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। নয়তো আগামীতে কর্মবিরতিসহ নানা কর্মসূচি দেওয়া হবে।