• এপ্রিল ১৯, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

কুড়িগ্রাম রেড ক্রিসেন্টের ৮ হাজার ফুট প্যাকেজ বিতরণ

সেপ্টে ১২, ২০২০

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৪ ইউনিয়ন পরিষদের ৮ হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। প্যাকেজে প্রতিজনকে দেয়া হয় সাড়ে ৭ কেজি চাউল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম করে সুজি। শনিবার রাজিবপুর উপজেলায় এ ত্রাণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও কুড়িগ্রাম রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী (সাবেক এমপি)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, মাওলানা মোঃ নুর বখত, কাজিউল ইসলাম, সাঈদ হাসান লোবান, একরামুল হক বুলবুল প্রমুখ।
কুড়িগ্রাম রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল জানান, গত ২০ আগস্ট রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ মাঠে ফুড প্যাকেজ বিতরনের প্রথম সুচনা হয়। এর পর পর্যাক্রমে কুড়িগ্রাম সদর, ভুরাঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ি, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর ও রৌমারী উপজেলার মোট ৫৪ ইউনিয়ন পরিষষদে ৮ হাজার পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরন করা হয়। রাজিবপুর উপজেলায় ফুড প্যাকেজ বিতরনের মধ্য দিয়ে ক্রাণ কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে।