• মে ৫, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

ফুলবাড়ীতে মাদক বিরোধী ট্রাস্ট ফোর্স পরিচালনায় আটক-১

অক্টো ১৪, ২০২০

রবিউল ইসলাম বেলাল, ফুলবাড়ী:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক বিরােধী অভিযান চালিয়ে ট্রাস্ট ফোর্সে বিপুল পরিমান ফেন্সিডিল, এসক্যাপ ও গাঁজা উদ্ধার করেছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা আব্দুল্লাহ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মিন্টু মিয়ার (৪০) শতাংশ বর্গাকৃত কলা ক্ষেতের বিভিন্ন কলা গাছের নীচে পুতে রাখা অবস্থায় ৪৯ বোতল ফেন্সিডিল, ১৬৩ বোতল এসক্যাপ ও আড়াই’শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে ট্রাস্ট ফোর্স। এবং পলাতক রয়েছেন, একই এলাকার নাখারজান গ্রামের নজরুল ইসলামের ছেলে তহিদুল ইসলাম(৩২) ও উত্তরকুটিচন্দ্রখানা গ্রামের মৃত. জেলাল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন(৪২)। আটকৃত মাদক যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা প্রায়। ট্রাস্ট ফোর্সের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান। ফুলবাড়ী থানার
অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনিসপেক্টর আব্দুর রহমান, সাব-ইনস্পেক্টর জান্নাতুল ফেরদৌস ও ১৫ বিজিবি শিমুলবাড়ী বিওপি’র হাবিলদার আমির আলী সহ সাংবাদিকবৃন্দ।