• রবি. মে ১১, ২০২৫

Sakaler Kagoj

The Most Popular News Portal

কুড়িগ্রামে সবকটি নদনদীর পানি বৃদ্ধিতে নদীপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত

সেপ্টে ১৬, ২০২০

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলাসহ সবকটি নদ নদীর পানি গত দুইদিন যাবত বাড়তে শুরু করেছে। বিশেষ করে ধরলা নদীর পানি দুদিনে অনেক বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, সবকটি নদনদীর পানি বাড়লেও ধরলা নদীর পানি গত ২৪ঘন্টায় বেড়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ কারনে নতুন করে ধরলা নদীর পাড়ে থাকা মানুষজন বন্যায় আতংকিত হয়ে পড়েছে। এদিকে পানি বেড়ে ধরলা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাাবিত হয়ে পড়েছে। ফলে হাজার হাজার নদী পাড়ের মানুষ পানি বন্দী হয়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে বলে আশংকা করা হচ্ছে।