• নভেম্বর ২১, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

Sakaler Kagoj

The Most Popular News Portal

নাগেশ্বরীতে দুর্বৃত্তের হামলায় চেয়ারম্যান-আহত ৩ জন গ্রেপ্তার

জানু ২৪, ২০২৩

নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অসাদুজ্জামান রনিকে হামলা ও মারপিট করে আহত করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মামলা হয়েছে। মামলায় এজাহার নামীয় তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই ইউনিয়নের কুটিবামনডাঙ্গা এলাকার শামছুল ব্যাপারীর ছেলে জেমস ব্যাপারী, মালিয়ানী এলাকার মজিবর ব্যাপারীর ছেলে মিলন ব্যাপারী ও মৃত হাফেজ মুন্সীর ছেলে আখলাদ হোসেন।
এজাহার মূলে পুলিশ জানায়, সোমবার রাতে বন্ধুবাজারে চেয়ারম্যানের নিজস্ব অফিসে শালিস চলাকালে চেয়ারম্যান আসাদুজ্জামান রনির উপর হামলা চালায় সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের ছোট ভাই সৈয়দ আলী ও নুরুল ইসলাম টুংকুসহ মুখোশ পড়া আরও ছয়-সাতজন। তাদের রডের এলোপাতারি আঘাতে চেয়ারম্যানের মাথা ফেটে রক্তাক্ত হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় চেয়ারম্যানকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনায় রাতে চেয়ারম্যান রনির পিতা মো. শাহ আলম বাদী হয়ে সাবেক চেয়ারম্যানসহ ১৫ জনকে আসামী করে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী দাবী করেছেন তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে তারা।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান বলেন, আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর বেলা ১২টার দিকে তাদের বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।